শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর শিশু হাসপাতালের আগুন। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। পরে বেলা ২টা ৩৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত কর্মকতা মিডিয়া শাজাহান শিকদার জানান, খবর পেয়ে দ্রুত প্রথমে দুই ইউনিট ও পরে আরও তিন ইউনিট হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আরও পড়ুন- ঢাকা শিশু হাসপাতালে আগুন