মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

মধুমতি ব্যাংকের চরফ্যাশন শাখার সাবেক ম্যানেজার মো. রেজাউল কবির ও মেসার্স কাইফ এন্টারপ্রাইজের মালিক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অবৈধ সম্পদ অর্জন ও পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাতের অভিযোগে রয়েছে তাদের বিরুদ্ধে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধান শেষে অনুসন্ধান কর্মকর্তা ও বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ কমিশনে প্রতিবেদন দাখিল করেন।

যাচাই-বাছাই শেষে মধুমতি ব্যাংকের ভোলার চরফ্যাশন উপজেলা শাখার সাবেক ম্যানেজার রেজাউল কবিরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা এবং মেসার্স কাইফ এন্টারপ্রাইজের মালিক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দেয় দুদক।

যেকোনও দিন এই মামলা করা হবে বলে জানান মো. আকতারুল ইসলাম।