‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ সক্রিয় সদস্য মহিন উদ্দিনকে (২০) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার দিবাগত রাতে নরসিংদীর বেলাব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পরিচালক শিরিন আক্তার জাহান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী থেকে মহিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, তিনটি উগ্রবাদী বই এবং দুটি ফেসবুক আইডির স্ক্রিনশট জব্দ করা হয়েছে। গ্রেফতার মহিন ও তার অন্যান্য সহযোগী দীর্ঘদিন ধরে আনসারুল্লাহ বাংলা টিমের পক্ষে অনলাইনে জঙ্গিবাদের প্রচারণা চালাতো। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।’

তিনি জানান, মহিন ও তার অন্যান্য সহযোগী উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল। এছাড়াও তারা আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।

মহিনের বিরুদ্ধে বেলাব থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।