বৃষ্টির প্রার্থনায় নামাজ

টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে। এতে জনজীবন বিপর্যস্ত। খেটে খাওয়া মানুষেরা ঠিকমতো কাজে যেতে পারছেন না। গরমে গ্রাম ও শহরে নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু থেকে বয়স্করা। তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্টের’ মেয়াদ বাড়ছে দফায় দফায়। এমন পরিস্থিতিতে মুসলিমরা ছুটছেন সেজদায়। মোনাজাতে করছেন প্রার্থনা। অশ্রু ঝরিয়ে রবের কাছে তাদের একটাই চাওয়া, সেটা হলো রহমতের বৃষ্টি।
আরও দেখুন: 

ঝড় বৃষ্টির খবর। 
প্রতিদিনের আবহাওয়ার খবর।
সারাদেশের তাপমাত্রা প্রবাহের খবর। 

অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা করেন তারা

বৃষ্টির জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দোয়া করেছেন মুসল্লিরা। শনিবার (২৭ এপ্রিল) ধানমন্ডির মসজিদ-উত্ তাকওয়ার দক্ষিণ দিকের রাস্তায় নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। ধানমন্ডি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ ও দোয়াতে শামিল হন।

 

নামাজ

বৃষ্টির প্রার্থনায় রাস্তায় নামাজ আদায় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

প্রার্থনায় সামিল হন এক রিকশাচালক

প্রর্থনা করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

 

বৃষ্টির জন্য নামাজ

প্রার্থনায় যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

437322152_950822426716222_3351949316338085146_n