যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে স্বর্ণ ব্যবসায়ী মো. ইকবাল হোসেনকে (৩৮) ছুরিকাঘাত করে স্বর্ণলংকার, অর্থ ও মোটরসাইকেল ছিনতাই হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাতুয়াইল মোল্লা বাড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসেন। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন।

আহত স্বর্ণ ব্যবসায়ী জানান, শনিবার সকাল সাড়ে ১০টার মোটরসাইকেল করে দোকানের উদ্দেশে রওনা হন। বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই এলাকার চিহ্নিত ছিনতাইকারী ইউসুফ, মুলহাজ, পাপেল, দিপুসহ ছয়-সাত জন তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগে দুই লাখ ২০ হাজার টাকা ও সাড়ে পাঁচ ভড়ি স্বর্ণ অলংকার ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যাত্রাবাড়ী থেকে রক্তাক্ত জখম অবস্থায় ইকবাল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

যাত্রবাড়ী থানার ডিউটি অফিসার (উপপরিদর্শক) আব্দুল কাদের খান বলেন, এমন কোনও ঘটনার ব্যাপারে আমরা জানি না। এখনও কেউ থানায় অভিযোগ করেনি।

স্বর্ণ ব্যবসায়ী ইকবাল যাত্রাবাড়ী মাতুয়াইলের পশ্চিমপাড়া এলাকায় থাকেন। সবুজবাগের রাজারবাগ বদ্ধ মন্দির এলাকায় সামির গোল্ড হাউজ নামে তার জুয়েলারি দোকান রয়েছে।