প্রায় দুই যুগ আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ইয়াছিন আলী ওরফে ইয়াছিনকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকার আশুলিয়া থানার চারাবাগ দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন এতদিন আশুলিয়সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সহিংসতার জেরে ২০০১ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় উল্লাপাড়ায় অষ্টম শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থীর বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ভুক্তভোগী এবং তার মা-বাবা ও ভাইকে বেধড়ক মারপিট, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ওই শিক্ষার্থীকে জোর করে ধরে নিয়ে একটি কচু ক্ষেতে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করা হয়।’
সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলায় বিচারক ১১ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। মামলার সাজা পাওয়া আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-১০।