প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি শেষে সংগঠনের দুই গ্রুপের সংঘর্ষে মেহেদি হাসান নামে এক কিশোরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আরও দুই জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২২ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এই রিমান্ডের আদেশ দেন। রিমান্ড যাওয়া দুই আসামি হলেন-মো. রানা ও মো. ইসাক।
এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক সজীব দে। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ২১ মে দুই আসামি রবিউল ইসলাম ও রাজীবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা যায়, গত ১৮ মে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল শেষে নিজ এলাকায় হেঁটে ফিরছিলেন মেহেদি ও তার সহকর্মীরা। সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউর সংসদ ভবনের ১১ নম্বর গেটের পশ্চিম দিয়ে বের হয়ে বাসায় ফিরছিলেন তারা। রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানে থাকা অন্য একটি দলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে গেলে মেহেদিসহ অন্যরা প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় প্রতিপক্ষের চাকুর আঘাতে আহত হয় মেহেদি। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মেহেদির মামা চয়ন মিয়া শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।