লন্ডনে যাওয়ার ১০ দিনের মাথায় শাশুড়ির হাতে তরুণী খুন

পূর্ব লন্ড‌নের বাংলাদেশি অধ্যুষিত লাইমহাউস এলাকায় শাশুড়ির হাতে খুন হয়েছেন সম্প্রতি বাংলাদেশ থেকে আসা এক তরুণী। নিহত পুত্রবধূ দুই বছরের শিশুসন্তানের জননী ছিলেন। শুক্রবার (২৫ মে) রাতে এ তথ্য বাংলা ট্রিবিউন‌কে নিশ্চিত করেন কমিউনিটি নেতা ও ইউকে বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী। তবে নিহত ও ঘাতকের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। 

আবু তাহের চৌধুরী তার পুত্র টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার আবু তালহা চৌধুরীর উদ্ধৃতি দিয়ে জানান, নিহত পুত্রবধূ মাত্র ১০ দিন আগে বাংলাদেশ থেকে ব্রিটেনে আসেন। ঘটনার সময় নিহতের স্বামী কর্মস্থলে ছিলেন। ছুরির আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওই পুত্রবধূ। তার বাড়ি সিলেটে।

সূত্রগুলো জানায়, লাইমহাউস এলাকার ‘জন স্কার হাউজ’ নামের একটি আবাসিক ভবনের ২০৬ নাম্বার ফ্ল্যাট থেকে আনুমানিক ২১ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রায় ৪৫ বছর বয়সী অন্য এক গুরুতর আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন নারীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তবে পুলিশ নিহতের পরিচয় প্রকাশ করেনি।

স্থানীয় বাসিন্দাদের একটি সূত্র শুক্রবার জানায়, ভবনের একটি ফ্ল্যাটে বাংলাদেশি পরিবারের অন্তত পাঁচ সদস্য বসবাস করতেন। দুই নারীর মধ্যে পারিবারিক কলহের সূত্র ধরে এ হত্যার ঘটনা ঘটে।