রাজধানীতে বিদুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রামপুরায় বিদুৎস্পৃষ্ট হয়ে মো. মাসুদ (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটেছে।

মাসুদের ভাই মাজেদুল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শনিবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

মাজেদুল বলেন, রামপুরা ‘সি’ ব্লকে ৩ নম্বর রোডে একটি  নির্মাণাধীন বহুতল ভবনের নিচে গ্র্যান্ডিং মেশিন দিয়ে রড কাটার কাজ করছিল মাসুদ। এ সময় বিদুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মমিনপুর জোংরা গ্রামের কৃষক নজরুলের ছেলে মাসুদ । দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।