লন্ডনে ছাতক এডুকেশন ট্রাস্টের অভিষেক

লন্ড‌নের এক‌টি ভেন্যু‌তে গতকাল ছাতক এডুকেশন ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। ট্রাস্টের সভাপ‌তি আখতার হোসেনের সভাপ‌তি‌ত্বে এর সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার ও কোষাধ্যক্ষ রশীদ আহমেদ।

২০২৪-২০২৬ সালের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে অতিথি ছি‌লেন রুশনারা আলী এমপি, টাওয়‌ার হ‌্যাম‌লেট‌সের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দীন খালেদ, আজমল মাশরুর, রুবিনা খান, অলি খান, এমবিই মিঠু চৌধুরী, পাশা খন্দকার, আব্দুল মুনিম, হেলাল আব্বাস এবং কাউন্সিলার সিরাজুল ইসলাম, আব্দাল উল্লাহ, ফারুক আহমেদ, লিলু আহমেদ তালুকদার, লুতফা বেগম, সাবিনা আক্তার, আসমা বেগম, রেবেকা সুলতানা প্রমুখ।

ছাতক এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে বিগত দিনে সংগঠনকে গতিশীল এবং সাধারণ মানুষের কল্যাণে সম্প্রসারিত করতে অবদান রাখার জন্য  ট্রাস্টের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

তাছাড়া ‘ফ্রেন্ড অব ট্রাস্ট’ এর সম্মানিত সদস্যদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।