খালি পড়ে আছে বাস। বন্ধ প্রধান সড়ক-অলিগলি। গাড়িতে ঘুমিয়ে, আড়মোড়া দিয়ে সময় কাটাচ্ছেন অনেকে। অনেকে আবার হেঁটে গন্তব্যে পৌঁছাতে নেমে গেছেন গাড়ি ছেড়ে। ব্যাগ-বোচকা-অন্যান্য সরঞ্জাম হাতে নিয়ে রোদে পুড়ে হেঁটে চলেছেন হাজারো মানুষ।
বুধবার (১০ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা তৃতীয় দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে এমন দৃশ্যই দেখা গেছে চারপাশে।
কোটা আন্দোলনকারীদের অবরোধে স্থবির হয়ে যায় পুরো রাজধানী
রবি (৭ জুলাই ) ও সোমবার (৮জুলাই) বিকাল থেকে কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করা হলেও আজ কর্মসূচি শুরু হয় সকাল ১০টা থেকে। বেলা যত বাড়ে, আন্দোলন যেন ততই তীব্র হয়। সঙ্গে দীর্ঘ হয় রাস্তায় আকটে পড়া গাড়ির সংখ্যাও। প্রধান সড়কগুলোয় যানবাহন চলাচল বন্ধ হওয়ায় এর প্রভাব পড়ে প্রতিটি পাড়া-মহল্লার অলিগলিতে।
রিকশাও চলাচল করতে পারেনি বেশিদূর
বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোড় ছিল কোটা আন্দোলনকারীদের দখলে
কোটা আন্দোলনকারীদের অবরোধের কারণে ভোগান্তি পোহাতে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের
ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে গাড়ি, তাই ঘুমিয়ে নিচ্ছেন চালক
যানজটে আটকা গাড়ি, কিছুই করার নেই তাকিয়ে থাকা ছাড়া
জরুরি কাজে বের হয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেককে
বৃদ্ধ ও অসুস্থদের দুর্ভোগ ছিল আরও বেশি
কখন অবরোধ উঠবে তার জন্য বসে থাকার সময় নেই, তাই হেঁটেই যতদূর যাওয়া যায়
প্রিজন ভ্যানও আটকে যায় অবরোধে, অপেক্ষা এই দুর্ভোগ থেকে মুক্তির
রাজধানী জুড়েই সৃষ্টি হয় অচলাবস্থা
তপ্ত রোদে দুর্ভোগ আরও বাড়ে পথচারীদের
তৃতীয় দিনের মতো চলছে বাংলা ব্লকেড
কোটা সংস্কার না করে ঘরে ফিরবেন না আন্দোলনকারীরা
কোটা সংস্কার আন্দোলন