যেসব জেলায় বিজিবি মোতায়েন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ও প্রাণহানির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ দেশের আরও ছয় জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ছবি: নাসিরুল ইসলামবুধবার (১৭ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি নামানো হয়েছিল।

কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলন শুরু হয়। মঙ্গলবার এই আন্দোলন সংঘাত-সংঘর্ষে পৌঁছায়।