জাবিতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

বুধবার (১৮ জুলাই) বিকাল ৫টায় হঠাৎ শিক্ষার্থীদের ওপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ শুরু করে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা প্রতিরোধের চেষ্টা করলেও গুলির মুখে পিছু হটতে বাধ্য হয়। পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছে। কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে জাবি ক্যাম্পাস। আহতদের মধ্যে ইতিহাস বিভাগের শাকিলের অবস্থা গুরুতর।

আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান

এর আগে সকালে বিশেষ সিন্ডিকেটে হল ভ্যাকেন্ট হবে এমন খবর পেয়ে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এরপর হল ভ্যাকেন্টের ঘোষণা এলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায়। পরে শিক্ষার্থীরা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে।

এরপর পুলিশ এলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছিল। তবে হঠাৎ পুলিশ বিকাল ৫টায় শিক্ষার্থীদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে গুলি ছুড়তে শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী সংঘর্ষ চলছে।