সাগর-রুনি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি দিচ্ছে ডিআরইউ

সাগর-রুনিসাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ডিআরইউ এর সাগর-রুনি মিলনায়তনে শুক্রবার (১১ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠেয় এই সংবাদ সম্মেলনে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে ডিআরইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি সাগর-রুনির চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সমাবেশ থেকে ডিআরইউ নেতারা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতারের দাবিতে এক মাসের আল্টিমেটাম দিয়েছিল। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় আন্দোলনের নতুন কমর্সূচি ঘোষণা করতে যাচ্ছে ডিআরইউ।
/এফএস/