ব্রিটেনে যখন সব কমিউনিটিতে জন্মহার কমছে তখন বাড়ছে বাংলাদেশি কমিউনিটিতে।
বাংলাদেশিরা এখন যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রমবর্ধমান জনগোষ্ঠীর মধ্যে একটি, সর্বোচ্চ জন্মহারে। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত ১৫ বছরে ব্রিটিশ মায়েদের জন্ম জন্মদানের হার এক-চতুর্থাংশ কমেছে। ২০০৮ সালে ব্রিটিশ বংশোদ্ভূত মায়েদের জন্ম দেওয়া শিশুর সংখ্যা ছিল ৫ লাখ ৩৮ হাজার, গত বছর তা ৪ লাখ ৩ হাজারে নেমে এসেছে। যা রেকর্ডে সর্বনিম্ন, অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের সারণি অনুসারে।
বর্তমানে যুক্তরাজ্যে জন্ম নেওয়া প্রতি ১৩ জনের মধ্যে একজন শিশুর বাবা-মা ভারত, পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসেছে। যেখানে দুই দশক আগে প্রতি ২০ জনের একজন ছিল।
লন্ডনের সবচেয়ে বেশি বাংলাদেশির বাস পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে। এখানেও বাংলাদেশির জন্মহার সর্বোচ্চ।