বিমানবন্দর থানার নতুন ওসি তাসলিমা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন পরিদর্শক তাসলিমা আক্তার।

বুধবার (২৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পরিদরর্শক তাসলিমা আক্তারকে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।