আওয়ামী সরকারের ৮ প্রভাবশালী মন্ত্রী-এমপিসহ ১৫ জনের রিমান্ড ও শ্যোন অ্যারেস্টের শুনানিতে ছিল আজ সোমবার (২০ জানুয়ারি)। এদিন ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখেছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। একই কাঠগড়ায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিমকেও কান্নারত অবস্থায় দেখা গেছে।
ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ দুটি ঘটনা ঘটে। এদিন সকাল ৯টা ৪০ মিনিটে তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে সকাল পৌনে ১০টায় এ বি এম ফজলে করিমের মামলার জামিন শুনানি হয়।
শুনানিতে এ বি এম ফজলে করিমের আইনজীবীরা তাকে ঢাকার মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকার কথা জানান। এরপর আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তার সঙ্গে এক তরুণী দেখা করার জন্য এগিয়ে গেলে তিনি কাঠগড়ার রেলিংয়ের কাছে আসেন। এ সময় কেঁদে ফেলেন সাবেক এই সংসদ সদস্য। এক পর্যায়ে ওই তরুণী ফজলে করিমের চোখের পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরেন।
এরপর সকাল ১০টার দিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ জনের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এক পর্যায়ে দেখা যায়, দীপু মনির বাঁ হাতে কয়েকটি টিস্যু পেপার, আর ডান হাতে কলম। তিনি টিস্যুর ওপর কিছু লিখতে শুরু করেন। প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের ওপর ‘চিঠি’ লেখেন দীপু মনি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির (আইনজীবীর পোশাক পরিহিত) হাতে তিনি চিঠি তুলে দেন।
এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। পরে তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টিও তিনি আকার-ইঙ্গিতে দীপু মনিকে জানান।