কাকরাইলে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

রাজধানীর কাকরাইলে বাসের ধাক্কায় বাবুল ঘোষ (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি ইলেকট্রিক দোকানের কর্মচারী ছিলেন। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল, সেখান থেকে রাত ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

উদ্ধারকারী পথচারী ফিরোজ জানিয়েছেন, কাকরাইল মোড় দিয়ে বাবুল ঘোষ রাস্তা পার হচ্ছিলেন, সে সময় ভিক্টর পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

তিনি আরও বলেন,  বাস ফেলে চালক পালিয়ে যাওয়ার সময় সেখানকার লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

পুরান ঢাকার তাঁতীবাজার গোয়ালনগর এলাকার স্থায়ী বাসিন্দা লক্ষণ ঘোষের ছেলে বাবুল ঘোষ।