সনদ তুলতে এসে কারাগারে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাওন সিকদার হত্যার অভিযোগে করা মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও লালবাগ থানার উপপরিদর্শক ফয়সাল সারোয়ার। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে  আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) স্নাতকের সনদ তুলতে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা বৈশাখীকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। পরে লালবাগ থানার মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকালে রাজধানীর ইডেন কলেজের সামনে দিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ শাওন সিকদার। পরে এ ঘটনায় গত ২১ জানুয়ারি রাজধানীর লালবাগ থানায় মামলা হয়।