ধর্ষকের শাস্তির দাবিতে ইডেন কলেজ ছাত্রীদের মশাল মিছিল

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ ইডেন মহিলা কলেজের বকুলতলী থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এসময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয় ভূমিকার কারণে তার পদত্যাগের দাবিও জানান।

শিক্ষার্থীরা ‘হাতে হাতে মশাল জ্বালো নারী তুমি কথা বলো, লড়াই করে বাঁচতে হবে প্রীতিলতা শিখিয়ে গেছে, ধর্ষকের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, উই ওয়ান্ট জাস্টিজ-সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি নীলক্ষেত হয়ে পলাশী মোড় ঘুরে আবার ইডেন কলেজের ১ নম্বর গেটের সামনে এসে শেষ হয়।

ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আইরিন বলেন, সারা দেশে ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। এখন আমি হল থেকে যে বাড়ি যাবো, তাতেও ভয় পাচ্ছি। বাড়ি থেকে পরিবারও ভয় পাচ্ছে। এভাবে শঙ্কা নিয়ে মেয়েরা আর কতকাল বেঁচে থাকবে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এই ঘটনা থামবে না।