রাজধানীতে ‘কান কাটা গ্রুপের’ হোতা ‘ড্যান্ডি রাকিব’ গ্রেফতার

রাজধানীর কিশোর গ্যাং ‘কান কাটা গ্রুপের’ অন্যতম হোতা রাকিব ওরফে ড্যান্ডি রাকিবকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব-৪। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) র‍্যাব-৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবীর সিরামিক রোড এলাকা থেকে র‍্যাব-৪-এর একটি দল অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে।

রাজধানীর পল্লবী ও কালশী এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যার মধ্যে অন্যতম হলো ‘কান কাটা গ্রুপ’। অভিযোগ রয়েছে, এই গ্যাং প্রতিপক্ষের সদস্যদের সঙ্গে মতের অমিল হলে তাদের ওপর আক্রমণ চালিয়ে কান কেটে দেয়। 

গ্রুপটির প্রায় ১০-১৫ জন সক্রিয় সদস্য রয়েছে; যারা জমি দখল, মাদক ব্যবসা, ইভটিজিং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের দৌরাত্ম্যে স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে ছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এই গ্যাং নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। 

অভিযানের ধারাবাহিকতায় র‍্যাব-৪ ড্যান্ডি রাকিবকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।