ছাদ থেকে পড়ে প্রাণ গেলো বৃদ্ধার

রাজধানীর ওয়ারীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ারা বেগম (৫৯)।
 
শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্র মোহন বসাক স্ট্রিট লেনের পাঁচতলা ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
নিহতের ছেলে সেলিম হোসেন বলেন, ‘আমার মা কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। দুপুরে মা হয়তো ছাদে কাপড় নাড়তে গিয়েছিলেন। সেখান থেকে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
 
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
 
নিহত আনোয়ারা বেগম ওয়ারী চন্দ্র মোহন বসাক স্ট্রিটের স্থায়ী বাসিন্দা আ. সালামের স্ত্রী। ওই ভবনের পাঁচতলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।