সবুজবাগে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগে রঞ্জু নামে এক (৪৫) অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) সবুজবাগের দক্ষিণগাঁও আমিন মোহাম্মদ গ্রুপ ও গ্রিন মডেল টাউন এলাকার ১১ নম্বর রোডের একটি খালি প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রঞ্জুকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় গামছা পেঁচিয়ে গিট দেওয়া ছিল। মরদেহের বিভিন্ন স্থানে ফোসকা দেখা গেছে। সেটা থেকে বোঝা যায়, তাকে বেশ কয়েক দিন আগে হত্যা করা হয়েছে। মরদেহের ওপর পোকামাকড়ও ছিল।’

রঞ্জু ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন এবং গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।