টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

টঙ্গী রেল স্টেশনের দক্ষিণ নতুন বাজার এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারী (বয়স আনুমানিক ২৫) নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ঢাকা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, খবর পেয়ে সকালে টঙ্গী রেলওয়ে স্টেশন সংলগ্ন দক্ষিণ নতুন রাস্তার রেললাইনের ওপর থেকে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি কাটা পড়ে মারা যান।’ 

পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং মরদেহ শনাক্তে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।