যাত্রাবাড়ীতে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ

রবিবার থেকে খুলছে সরকারি অফিস। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন চাকরিজীবী মানুষ। নগরীর প্রতিটি বাসস্ট্যান্ডের মতো যাত্রাবাড়ীতেও যাত্রীদের ভিড়। বেড়েছে যানবাহনের চাপ।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ঢাকা ফেরত যাত্রীদের ঢল। অনেকে পরিবার নিয়ে এক সাথে এসেছেন। এতে সৃষ্টি হয়েছে যানজট। এর মধ্যে পূর্বে আন্তঃজেলা বাসের যানজটের বহর যাত্রাবাড়ী থেকে ঠেকেছে রায়েরবাগ পর্যন্ত।

487929763_1366658711146742_2698901738138288068_n(1)কুমিল্লা থেকে তিশা বাসে আগত কয়েকজন যাত্রী জানান, যানজটের কবলে পরে কুতুবখালী থেকে হেঁটে যাত্রাবাড়ী আসতে হয়েছে। অথচ আমাদের শেষ স্টপেজ ছিল সায়দাবাদ পর্যন্ত।

চট্টগ্রাম থেকে আসা বিআরটিসি বাসের চালক আলী হোসেন বলেন, গত কয়েক দিনের যাত্রী খড়া আজ থেকে কিছুটা কাটতে শুরু হয়েছে। তিনি মনে করেন, আগামী দুই-একদিনের মধ্যে স্বাভাবিক সময়ের মতো তাদের ব্যস্ততা বাড়বে।

এছাড়াও দূরপাল্লার যানবাহনের চাপ পড়ছে অভ্যন্তরীণ বাসের ওপরে। বিশেষ করে পশ্চিমে শহীদ ফারুক রোডের দুই পাশেই একটি বাসের সাথে আরেকটি বাস স্পর্শ করে আছে। চৌরাস্তা মোড় থেকে একেবারেই দয়াগঞ্জ পর্যন্ত একই চিত্র।

489072902_642890101858740_4004594352141819109_nস্থানীয় ফল ব্যবসায়ী শওকত হোসেন জানান, শনিবার সকালেও রাস্তাঘাট ছিল ফাঁকা।

অপরদিকে দক্ষিণবঙ্গ থেকে আসা প্রতিটি বাসই যাত্রীতে পরিপূর্ণ। সেই সড়কে ও যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ধোলাইপাড় পর্যন্ত কয়েকশ যানবাহনের সারি। চালকরা জানান, রাত থেকে এ চাপ আরও বাড়বে।