X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

৬ দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ, যানজটে সীমাহীন দুর্ভোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৩:২০আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৩:২৬

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন। এতে তেজগাঁও, শিল্পাঞ্চল ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত।

অবরোধে অংশ নেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত বিভিন্ন পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এর আগেও একাধিকবার একই দাবি জানানো হলেও কেউ কর্ণপাত করেনি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ‘সহস্রাধিক শিক্ষার্থী সাতরাস্তা অবরোধ করায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ তীব্র দুর্ভোগে পড়েছেন।’

এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ছয় দফা দাবি মানার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘কর্তৃপক্ষকে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।’

ছাত্রদের ৬ দফা দাবি

১. হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল, বিতর্কিত নিয়োগ বিধি সংশোধন এবং দায়ীদের চাকরিচ্যুত করা।

২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, উন্নত কারিকুলাম চালু ও ধাপে ধাপে ইংরেজি মাধ্যম চালু।

৩. সংরক্ষিত পদে নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়নের বিরুদ্ধে ব্যবস্থা।

৪. কারিগরি সেক্টরে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ বন্ধ এবং কারিগরি শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করা।

৫. স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন।

৬. পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের অধীনে ভর্তি কার্যক্রম চালু।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, সড়কের অবস্থা খারাপ, চারদিকের রাস্তা বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা উঠে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে দাবি পেশের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা করছি।’

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।’

 

/এবি/আরআইজে/
সম্পর্কিত
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
গণঅভ্যুত্থানের পর বৈষম্য কমেনি, বেড়েছে: জোনায়েদ সাকি
আবু সাঈদ হত্যা মামলাঅভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিচ্ছেন ধোনি! 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি