সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে নতুন রঙিন ছবি সংযোজনের অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে— রঙিন ছবি না দিলে ওই কর্মকর্তারা পরবর্তী সময়ে পদোন্নতি পাবেন না।
রবিবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র সচিব, সব বিভাগের কমিশনার ও সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, যেসব কর্মকর্তা নতুন রঙিন ছবি সংযোজনসহ জিইএমএস-এ পিডিএস’র তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হবেন, তাদের কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না।
চিঠিতে আরও বলা হয়েছে, অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজনসহ সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতিতে (জিইএমএস) পিডিএস-এর সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার অনুরোধ করা হলো।