খাল-বিল দখল করে ঘুমানোর দিন শেষ: ডিএনসিসি প্রশাসক

মোহাম্মদপুরে হাইক্কার খাল (কাটাসুর) উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খালের ওপরে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে একটি দোতলা ভবন সম্পূর্ণ, একটি তিন তলা ভবনের আংশিক অংশ এবং পাঁচটি টিনশেড ঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, ফারজানা খানম ও মো. শাহীদুল ইসলাম।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, আমি ঢাকাবাসীকে বলে দিতে চাই— যারা এখনও সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের ঘুমানোর সময় শেষ। যারা সরকারি জমি, খাস জমি দখল করে স্থাপনা বানিয়ে ভোগদখল করছেন, তাদের বলে দিচ্ছি— ঘুম থেকে জেগে দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে।

তিনি জানান, দখলদারদের আর কোনও নোটিশ না দিয়ে সরাসরি উচ্ছেদ করা হবে।

প্রশাসক বলেন, এই খালের (হাইক্কার) অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা খাল খনন করে লাউতলা খালের সঙ্গে সংযোগ করে দেবো। ডিএনসিসির কবরাস্থানের দেওয়ালও ভেঙে দিয়ে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। ফলে বৃষ্টির পানি, বন্যার পানি খাল দিয়ে প্রবাহিত হয়ে তুরাগে যাবে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আমি নিজে গিয়েছি। রাস্তায় ট্রাকের পার্কিং বন্ধে স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ করছি। আশা করছি, আগামী কোরবানির ঈদের আগে এটি সমাধান করতে পারবো।

সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিরপুর-১০ এবং ফার্মগেট ইন্দিরা রোড সম্পূর্ণভাবে ফুটপাতের হকার ও টেসলামুক্ত (ব্যাটারি চালিত অটোরিকশা) হবে। আমি অভিযান শুরু করেছি। রাতে ও দিনে অভিযান পরিচালনা করবো।