রাজধানীর বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তার নাম সাদিকুল ইসলাম। এছাড়া আহত হয়েছেন ওই অটোরিকশার দুই যাত্রী।
বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ এ তথ্য জানান।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বসিলা ব্রিজে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক সাদিকুল ইসলাম গুরুতর আহত হন এবং পরে মারা যান। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাদিকুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।’
এ দুর্ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুতগতির যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ করছেন।