ধরান্দী কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ইউজিসির কর্মকর্তা মহিবুল আহসান

পটুয়াখালীর ধরান্দী কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক ড. মহিবুল আহসান। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

ড. মহিবুল আহসান ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে কর্মরত। তিনি ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক।

সভাপতি মনোনীত হওয়ায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন। ধরান্দী কলেজের শিক্ষার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা চান।