বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাংবাদিকদের কণ্ঠরোধে ব্যবহৃত সকল কালো আইন বাতিলের দাবি জানিয়েছে।

শুক্রবার (২ মে) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতি এই দাবি জানান।

তারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৫ থেকে ১৪৯-তে উন্নীত হওয়া আশাব্যঞ্জক হলেও সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা এখনও ঝুঁকিপূর্ণ।

তারা আরও বলেন, সাংবাদিকরা এখনও মিথ্যা মামলা, গুম, অপহরণ, এমনকি হত্যার শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার পথে বড় বাধা। সংবিধানে মতপ্রকাশের অধিকার থাকলেও বাস্তবে অনেক আইন সেই অধিকারে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ডিআরইউ নেতারা সকল কালো আইন বাতিল ও সাংবাদিকদের জন্য সুরক্ষামূলক আইন প্রণয়নের আহ্বান জানান।