ডিএসসিসি পরিচালনা কমিটির ষষ্ঠ করপোরেশন সভা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পরিচালনা কমিটির ষষ্ঠ করপোরেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) নগর ভবনের বুড়িগঙ্গা হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ডিএসসিসি পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশ নেন।

সভার শুরুতে গত ২০ মার্চ অনুষ্ঠিত পঞ্চম করপোরেশন সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন (ক) ফুলবাড়িয়া স্টপওভার বাস টার্মিনাল, (খ) ধোলাইখাল ট্রাক টার্মিনালের খাস আদায়ে কাঙ্ক্ষিত দর না পাওয়ার কারণে ‘সরকারি হাট বাজারগুলোর ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং তা হতে পাওয়া আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা-২০১১’ এর আলোকে ইজারার দর নতুনভাবে পুনঃমূল্যায়ন করতে স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন পাঠানোর অনুমতি দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসকের ঐচ্ছিক তহবিল খাত থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এককালীন আর্থিক অনুদান অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় পাঁচটি সেবা একক আবেদনে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিচালনা কমিটির সভাপতি ও ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, নাগরিকদের সেবা অব্যাহত রাখার প্রচেষ্টা সর্বাত্মক চলমান আছে। আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে মাগরিবের আধাঘণ্টা আগে ও পরে বাসাবাড়ির দরজা জানালা বন্ধ করে রাখা এবং বাসাবাড়ির ভেতরে যেন পানি জমতে না পারে সে দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।