ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আলাদা অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ রয়েছে।
গ্রেফতাররা হলেন— ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৫৩ নম্বর ওয়ার্ডের নেতা মো. সফুর উদ্দিন (৫০), আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯), এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো. শহীদ মাহমুদ হেমী (৪২)।
সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গত ৪ মে রাত ৯টার দিকে উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর তুরাগ থানাধীন খালপাড় এলাকা থেকে সফুর উদ্দিনকে গ্রেফতার করে। একই দিন রাত ১১টায় বনশ্রী এলাকা থেকে মতিঝিল বিভাগের একটি টিম গ্রেফতার করে তাজ উদ্দিন আহমেদকে।
এরপর রাত ১১টায় গুলশান এলাকা থেকে সাইবার বিভাগের একটি দল অভিযান চালিয়ে নাসির হোসেনকে গ্রেফতার করে। একই রাত সাড়ে ১১টার দিকে কাওরান বাজার এলাকা থেকে রমনা বিভাগের একটি টিম গ্রেফতার করে শহীদ মাহমুদ হেমীকে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় ডিবি।
ডিবির ভাষ্য অনুযায়ী, গ্রেফতাররা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে এবং গ্রেফতার পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।