রাজধানীতে দুই বাসের চাপায় হেলপার নিহত

রাজধানীর সূত্রাপুর থানার ভিক্টোরিয়া পার্কের সামনে দুই বাসের চাপায় আজমেরী গ্লোরী পরিবহনের হেলপার বেলায়েত হোসেন (৪০) নিহত হয়েছেন।

সোমবার (৫ মে) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলায়েতকে চাপা দেওয়া বাসের চালক মানিক মিয়াকে আটক করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এসব তথ্য জানান।

নিহত বেলায়েতের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়।

হাসপাতালে নিয়ে যাওয়া বেলায়েতের সহকর্মী ইসমাইল রশিদ জানান, ভিক্টোরিয়া পার্কের সামনে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস মেরামতের সময় বেলায়েত পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আরেকটি বাস পার্কিং করতে গিয়ে তাকে চাপা দেয়। দুই বাসের মাঝে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েতকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। এ ঘটনায় পার্কিং করতে যাওয়া বাসের চালক মানিক মিয়াকে আটক করা হয়েছে।