সারা দেশে এক দিনে গ্রেফতার ১৬৭৬

রাজধানী ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে এক দিনে ১ হাজার ৬৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মামলা ও ওয়ারেন্ট তামিলে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ০৪১ জন এবং অন্যান্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ৬৩৫ জন। সব মিলিয়ে মোট গ্রেফতার সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৬ জনে।

এছাড়া, অভিযানের অংশ হিসেবে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ওয়ান শুটারগান, দুটি গুলি ও দুটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল।

পুলিশের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান কার্যকর ভূমিকা রাখছে।

উল্লেখ্য, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।