X
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২
সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা

মব সৃষ্টিকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ২০:৩৭আপডেট : ২৭ জুন ২০২৫, ১৭:০৩

যারা ‘মব’ (দলবদ্ধ বিশৃঙ্খলা) সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদার সঙ্গে অসদাচরণ করেছেন তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কাজ চলছে বলেও জানান সংশ্লিষ্টরা।

রবিবার (২২ জুন) সন্ধ্যায় কিছু লোক উত্তরা ৫ নম্বর সেক্টরে সাবেক সিইসি নূরুল হুদার বাসা ঘেরাও করে মব সৃষ্টি করে তার সঙ্গে অসদাচরণ করে। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নূরুল হুদাকে নিজেদের হেফাজতে নেয়। সাবেক এই সিইসির বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় মামলা থাকায় রাতে তাকে সেই থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। নূরুল হুদার বাসা ঘেরাও করে যারা মব সৃষ্টি করে তার ওপর চড়াও হয়েছেন তাদের কেউ কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে স্লোগান দিতেও শোনা যায়।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপি ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে মব ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

একই বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (২৩ জুন) নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, যারা বিচারের নামে মব করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সোমবার (২৩ জুন) বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি-উত্তর) পুলিশের যুগ্ম কমিশনার মোহম্মদ রবিউল হোসেন ভুঁইয়া সোমবার (২৩ জুন) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, এ বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনও নির্দেশনা পাননি। তবে স্থানীয় পুলিশ এ নিয়ে কাজ করছে।

সাবেক সিইসি নূরুল হুদার বাসা রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায়। খবর পেয়ে পুলিশ দ্রুত তার বাড়িতে গিয়ে তাকে দ্রুত নিরাপদে হেফাজতে নিয়ে নেয়। যারা মব সৃষ্টি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে কি-না এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, যারা মব সৃষ্টি করেছে তাদের চিহ্তি করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান আছে।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রহসনের নির্বাচন সম্পন্ন করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করে বিএনপি। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক এবং সাবেক পুলিশ কর্মকর্তা সালাহ উদ্দিন খান বাদী হয়ে রবিবার (২২ জুন) সকালে এ মামলা দায়ের করেন। যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সন্ধ্যায় উত্তরার বাসা ঘেরাও করে সাবেক সিইসি কে এম নূরুল হুদাকে আটক করে জনতা। তারা তাকে শারীরিকভাবেও নাজেহাল ও লাঞ্ছিত করে। পরে পুলিশ গিয়ে নূরুল হুদাকে আটক করে নিয়ে যায়।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সহিংসতায় ৪ জন নিহত, অর্ধশতাধিক আহত: পুলিশ প্রতিবেদন
গোপালগঞ্জে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা
পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হলেন ১১০ এসআই
সর্বশেষ খবর
দুই পাইলটের শেষ কথোপকথন, জানা গেল অনেক কিছু
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাদুই পাইলটের শেষ কথোপকথন, জানা গেল অনেক কিছু
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
মিটফোর্ডে সোহাগ হত্যা: ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 
মিটফোর্ডে সোহাগ হত্যা: ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 
ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের
ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন