যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকা অবস্থান কর্মসূচিতে জড়ো হচ্ছে ছাত্রজনতা। এ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাসনাতের স্ট্যাটাসের পর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবনের চারপাশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সরেজমিন দেখা যায়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন মিন্টো রোডে প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। অপর দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এই রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। 

এদিকে প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন সব প্রবেশ পথই বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আন্দোলনকারীদের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা গিয়েছে।