ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে

ঢাকা শহরের ৩৩টি খাল ও লেক দখলমুক্ত এবং দূষণরোধে খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা শহরের খাল ও লেকের পাড় সবুজায়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকদের প্রতিবেদন প্রদান সভায় এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সদস্যরা সরেজমিন পরিদর্শনকালে খালসগুলোতে বিদ্যমান অবস্থার বিবরণ উপস্থাপন করেন। এছাড়া দূষণরোধ ও সবুজায়নের জন্য করণীয় কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।

স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্য ও মতামতের ভিত্তিতে যেসব স্থানে অসঙ্গতি রয়েছে, সেসব স্থানে দ্রুত অভিযানের পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএনসিসির। পাশাপাশি খালে গৃহস্থালি বর্জ্য না ফেলার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে স্বেচ্ছাসেবকরা। এ জন্য চিহ্নিত স্থানগুলোতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ডিএনসিসি প্রশাসক জানান, পরিবেশ বিপর্যয় রোধে ক্ষতিকর প্লাস্টিক ব্যবহার কমাতে ডিএনসিসির সব অনুষ্ঠানে প্লাস্টিক বাক্স ও পানির বোতল পরিহার করা হবে। এছাড়া খালের পাড়ে দ্রুত বর্জ্য অপসারণ এবং গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।

ঢাকার খাল দখলমুক্ত, দূষণমুক্ত রাখতে এবং দুইপাড়ে সবুজায়নের জন্য কাজ করবে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো– ব্রাইটার্স, ক্লাইমেট ফন্টিয়ার, ইউ ক্যান, ও এ বি ফাউন্ডেশন, রিনিউ আর্থ, ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গ্রিন ভয়েস, কমিউনিটি টাউন ফেডারেশন, ইকো নেটওয়ার্ক গ্লোবাল ও হিউমান সোসাইটি ফাউন্ডেশন।