রাজধানীতে আ.লীগের আরও ৪ নেতা গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চার নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবিবার (১১ মে) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. আরমান (৫৩), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক নারী কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল (৪৫) এবং ঢাকা মেডিক্যাল কলেজ ইউনিট স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সুমন (৩৫)।

ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবির সাইবার ইউনিটের একটি দল রবিবার বিকালে চকবাজার থানার চম্পাতলি এলাকা থেকে মো. আরমানকে গ্রেফতার করে। একই দিন সন্ধ্যায় ডিবি উত্তরা বিভাগের একটি দল মোহাম্মদপুরের সানরাইজ প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাহফুজা আক্তার হিমেলকে গ্রেফতার করে।

পরে রাত সাড়ে ৮টার দিকে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে মো. মোজাম্মেল ও মো. সুমনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটানো, ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টায় লিপ্ত ছিলেন।