শাহবাগে বৃষ্টিতে ভিজে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমাকে ডিগ্রির মান দেওয়ার দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েক হাজার নার্সিং শিক্ষার্থী। এতে আশপাশের সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

অবস্থান কর্মসূচিতে ‘দাবি মোদের একটাই ডিপ্লোমাকে ডিগ্রি চাই; উই ওয়ান্ট জাস্টিস, আপোস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’সহ নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

শাহবাগেনার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ে বুধবার (১৪ মে) সকাল থেকেই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা শাহবাগে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।

আন্দোলনের সমন্বয়ক সজীব জানান, তারা বিগত সরকারের আমলে ২০২১ সালে একই দাবিতে আন্দোলন করে আসছিলেন। কিন্তু সে সরকার আমাদের আশ্বাস দিলেও কোনও উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গত ৭ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আমাদের দাবির বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছিল। আমরা বলছিলাম, এক মাসের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। কিন্তু সরকার কথা রাখেনি।