দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
বাংলা ট্রিবিউনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত সব সাংবাদিক, পাঠক ও শুভানুধায়ীদের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য কামনা করেন তিনি।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, শত প্রতিকূলতার মধ্যে থেকে বহুল জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন ১১ বছর পার করে এক যুগে পর্দাপণ করেছে। প্রতিষ্ঠানের এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় পথচলা আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে আগামীর বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে।
শুভেচ্ছা বাণীতে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব নিউজ পোর্টালটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।