বাংলা ট্রিবিউনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, বাংলা ট্রিবিউন হোক বাংলাদেশের জনগণের কণ্ঠস্বরের পত্র। বিগত বছরগুলোয় জনগণের কথা বলেছে।
সোমবার (১৩ মে) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনে পাঠানো বিশেষ বাণীতে এসব কথা বলেন হাসানুল হক ইনু।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পাঠানো শুভেচ্ছাবার্তায় হাসানুল হক ইনু বলেন, আমি আশা করবো আগামী দিনগুলোয় বাংলা ট্রিবিউন অসত্য, অর্ধসত্য, খণ্ডিত তথ্য প্রদানের বিরুদ্ধে বলিষ্ঠভাবে ও নীতিনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করবে এবং দায়িত্ববোধ চর্চা করবে। গণমাধ্যমের স্বাধীনতার প্রতি অবিচল থাকবে।