তৃতীয় দিনের মতো যমুনার সামনে জবির আন্দোলনকারীরা

তৃতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনের সড়কে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। জুমার নামাজের পর গণঅনশনের কথা রয়েছে। এতে যোগ দেবেন সাবেক শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ মে) জবি ঐক্যের পক্ষ থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন গণঅনশনের ঘোষণা দেন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় সরেজমিন দেখা গেছে, অর্ধশতাধিক শিক্ষার্থী তিন দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক-দুই জন করে আন্দোলনকারী শামিল হচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষার্থী স্নাতক চতুর্থ বর্ষের তামিম জানান, ১১টা নাগাদ সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন। রাতে যারা ছিলেন তারা সকালে বিশ্রামে গেছেন। দুপুরের পর তারাও আসবেন।

তিনি জানান, দুপুরের আগে দাবি পূরণ না হলে বাদ জুমা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা গণঅনশন শুরু করবেন।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দুপুরে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা।

সেদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে চাইলে কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। পরে বুধবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কয়েক হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেদিন রাতেও তারা যমুনার সামনের মোড়ে অবস্থান নেন।