সোমবার নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।

রবিবার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে এই ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

এই কর্মসূচির আওতায় সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে নগর ভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়।

নগর ভবনের প্রবেশ পথে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। ছবি: নাসিরুল ইসলাম

এর আগে আজ (রবিবার) সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

নগর ভবনের সামনের রাস্তা বন্ধ করে দেওয়ায় আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়। ছবি: নাসিরুল ইসলাম

পরে দুপুর ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগর ভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষাভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।