প্রশাসন ক্যাডার থেকে ‘বৈষম্যমূলকভাবে’ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পরিষদের তিন দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। মঙ্গলবার (২০ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
সোমবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন ক্যাডার থেকে বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করা হয়েছে। এর প্রতিবাদে এবং ক্যাডার যার মন্ত্রণালয় তার; উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল; সব ক্যাডারের সমতা– এই তিন দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ওই কর্মসূচি পালন করবে।