নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় মেঘনা টোল প্লাজায় বাসের ধাক্কায় মো. মারুফ হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আলমগীর হোসেন (২৮) নামে আরও একজন। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
মারুফ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিক্রমপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। বর্তমানে পোস্তগোলা আলমবাগ নিজ বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। চার বছর বয়সী এক মেয়ের জনক ছিলেন তিনি।
মৃতের চাচা রকিবুল হাসান হীরা বলেন, মারুফ ও আলমগীর ব্যবসায়িক কাজে মালামাল দেখতে মেঘনা এলাকায় যাচ্ছিল। পথে মেঘনা টোল প্লাজায় সড়কের জ্যাম দেখে প্রাইভেটকার থেকে নেমে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিঁটকে পড়ে মারুফ গুরুতর আহত হয়। সামান্য আহত হয় আলমগীর। পরে খবর পেয়ে তাদের উদ্ধার দুপুরে ঢামেক হাসপাতলে আনা হয়। সেখানে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।
মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। আলমগীরকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।