বাড্ডায় গ্যাস বিস্ফোরণ: মা-বাবা-বোনের পর মারা গেলো শিশু মিথিলাও

রাজধানীর বাড্ডায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচ জন দগ্ধের ঘটনায় মিথিলা (৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ৮টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় শিশুটি। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিথিলার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে একই ঘটনায় শিশুটির মা মানসুরা বেগম (৩৫), বাবা তোফাজ্জল হোসেন (৪৫) ও বোন তানজিলা (৪) মারা গেছেন। বর্তমানে তার আরেক বোন তানিশা (১১) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

এর আগে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় পাঁচ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তোফাজ্জলের বাড়ি ঠাকুরগাঁও সদরের চিলা রং গ্রামে। বর্তমানে বাড্ডার দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে একটি তিন তলা ভবনের নিচতলায় ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন।