ভিসির আশ্বাসে অনশন ভাঙলেন তিন ছাত্রনেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রায় ৮০ ঘণ্টা ধরে আমরণ অনশনে থাকা তিন ছাত্রনেতা অনশন ভেঙেছেন।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. নিয়াজ আহমদ খানের আশ্বাসে তারা অনশন ভাঙেন। ঢাবির ডা. মোহাম্মদ মর্তুজা মেডিক্যাল সেন্টারে পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান ভিসি। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মামুন আহমেদ এবং প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ।

এরআগে বিকালে অনশনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন ভিসি ড. নিয়াজ আহমদ। তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগেই ডাকসু নির্বাচনের লক্ষ্যে সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। এ আশ্বাসের পর অনশনকারীরা অনশন ভাঙতে সম্মত হন।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অনশনে বসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। একই দিন সন্ধ্যায় তার সঙ্গে যোগ দেন সংগঠনটির ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম। পরে, ২২ মে সন্ধ্যায় তাদের সঙ্গে অনশনে যোগ দেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।