রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী।
সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনীচক মার্কেটের 'জেসমিন ফেব্রিকস' নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে সেবা দেওয়া হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী দর্শন বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী ফারহান বলেন, আমি, আয়াজ এবং সমাজকল্যাণ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাসরাত আপু ওই দোকানে কাপড় কিনতে যাই। কাপড় দামাদামি করার এক পর্যায়ে দোকানির দাবি করা দাম দিতে আমরা রাজি না হলে মাসরাতকে উদ্দেশ করে তারা কুরুচিকর মন্তব্য করে। এমন যৌন হয়রানি করা শুরু করলে আমরা প্রতিবাদ জানাই।
এ ঘটনায় ঢাবি শিক্ষার্থীরা বিষয়টির প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানদাররা মিলে শিক্ষার্থীদের ‘চোর’ বলে চিৎকার শুরু করে এবং একপর্যায়ে তাদের ওপর হামলা চালায়। এতে মাথায় এবং পায়ে আঘাত পেয়ে শাহেদুল ইসলাম এবং আয়াজুর রহমান গুরুতর আহত হন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
নিউমার্কেট থানা অফিসার ইনচার্জ একেএম মাহফুজুল হক গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে মিলন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চারজনের নাম লিস্ট করা হয়েছে। ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”
উল্লেখ্য, এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নিউ মার্কেট থানায় উপস্থিত হন।