রাজধানীতে ছিনতাইকারী ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ৩

রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারী ও দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থীসহ তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) এসব ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

আহতরা হলেন– ধানমন্ডির মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রীনা ত্রিপুরা (২০), খিলগাঁওয়ের নিরাপত্তাকর্মী জালাল সর্দার (৪০), মোহাম্মদপুরের আক্তার হোসেন (৪৬)।

বৃহস্পতিবার ভোরে ধানমন্ডির এলাকায় মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রীনা ত্রিপুরা ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন।

রীনার ভাই জুয়েল ত্রিপুরা জানান, তার ছোট বোন মেহেরুন্নেসা গালর্স স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলে থাকেন। গত বছর এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। সেই বিষয়ে এবার পরীক্ষা দিতে গত রাতে বোনের বাসা খাগড়াছড়ি থেকে রওনা দেন। ভোরে ঢাকার কলাবাগান পৌঁছান। সেখান থেকে রিকশায় কলেজ হোস্টেলে যাওয়ার সময় ধানমন্ডির নর্থ সার্কুলার রোডে কলেজের সামনে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। রীনার মাথায় ও ডান কাঁধে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগসহ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে কলেজ শিক্ষকদের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।

রীনার গ্রামের বাড়ি বান্দরবানের থানচি থানার বিদ্যামনি গ্রামে। তার বাবার নাম অনজোমনি ত্রিপুরা।

এদিকে, একই দিন ভোরে খিলগাঁও থানা এলাকায় দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খিলগাঁও তালতলার সুপার মার্কেটের নিরাপত্তাকর্মী জালাল সরদার আহত হন।

আহতের বরাত দিয়ে তার সহকর্মী রফিকুল ইসলাম জানান, ভোর অনুমানিক ৫টার দিকে খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের সামনে চার-পাঁচ জন অজ্ঞাত যুবক এসে জালালকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে আনা হয়।

তিনি বলেন, সম্প্রতি আমাদের মার্কেটের সামনে ফুটপাত তুলে দেওয়া হয়। পাশাপাশি রাতে আমাদের ওখানে মাদকসেবিদের আড্ডা হতো। সেখানে তাদের আর থাকতে দেওয়া হতো না। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কেউ শত্রুতা করে তাকে কুপিয়ে আহত করেছে। 

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম সরসী গ্রামের রাজ্জাক সরদারের ছেলে জালাল সর্দার।

একই দিন সকালে মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. আক্তার হোসেনকে আহত করে স্থানীয় বকাটেরা। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

তার সহকর্মী রিপন জানান, বৃহস্পতিবার সকালে রায়েরবাজার এলাকার সাদেক খান রোডে মাদক বিক্রেতা রাহিম, পলাশসহ পাঁচ-ছয় তাকে ছুরিকাঘাতে আহত করে। ওই মাদক বিক্রেতারা সেখানে শুটকির দোকানের আড়ালে মাদক বিক্রি করছিল। আক্তার প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে কুপিয়ে আহত করে। রায়েরবাজার সুলতানগঞ্জে আক্তারের বাসা। তার বাবার নাম ইসমাইল হোসেন।

মো. ফারুক বলেন, আহতরা সবাই ঢামেক হাসপাতালে চিকিৎসা নেন।

অন্যদিকে, বুধবার রাতে মুগদা থানা এলাকায় শান্তা ফিলিং স্টেশনের পাশে ছিনতাইয়ের অভিযোগে একজনকে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনেন।

পুলিশের ওই কর্মকর্তা জানান, আহত ওই যুবকের নাম আলামিন। সে ছিনতাইয়ের সময়ে হাতেনাতে ধরাপরে গণপিটুনির শিকার হয়।